বারবার হেরে যাই,
প্রতিবার হেরে যাই।
ভালবাসায় হেরে যাই।
সংগ্রামে হেরে যাই।
কল্পনা কখনও বাস্তব মনে হয়,
কখনওবা বাস্তবতায় টেনে নামানো হয়।
এই কল্পনা আমি চাইনা,
এই বাস্তবতাও আমার না।
তবুও পেরেক ঠুকে বসিয়ে দেওয়া হয় আমার জীবনে,
নতমুখে গ্রহণ করি তিক্ত অনাগ্রহে।
এই রঙ্গিন স্বপ্ন আমার না,
এই মূর্ছিত সুর আমার না।
তবুও বারবার আমায় বশ করে সেই মূর্ছনা কালো জাদুর মায়া হয়ে।
প্রতিরাতে গ্রাস করে আমার ঘুম,রঙ্গিন রং-গুলো ধূসর-কালো দু-স্বপ্নে রূপান্তরিত হয়ে।
আমি চাইনি সেই সাময়িক প্রলোভন,
কিন্তু পারিনি তবুও শক্ত হতে,
করিনি নিজ শক্তির প্রদর্শন।
বারংবার ফিরিয়ে দিয়েছি সেই একই সত্য বলে।
নিয়ন্ত্রন করেছে আমায় দূর হতে পুতুলের ছলে।
তবুও খতম হতে চলেছে সেই খেলা,
চিৎকার করব এবার সমস্ত শক্তি দিয়ে,
উড়ে যাবে সব ধূলো, শত্রু, কালো ছায়া,
যা ছিল আমায় ঘিরে।
ঝেড়ে ফেলেছি সব পিছুটান,
ভয়েরও হয়েছে অবসান,
এগিয়ে যাব এবার আমার একার পথে,
দৃপ্ত পায়ে।
সাহসী আমি,
নেই আর হারাবার ভয়,
যা ছিল সবই হারিয়েছি।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More