বাংলাদেশের দক্ষিনাঞ্চলে তথা বীর রেহিমুল্লার সুন্দরবন অধ্যুষিত বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে সম্প্রতি রাতের অন্ধকারে দুর্বৃত্তের হাতে মোজাম্মেল সিকদারের খুনকে কেন্দ্র করে চলছে দিন দুপুরে ব্যাপক লুট-পাট।
সন্ত্রাসী ও ডাকাতের দল দিনে দুপুরে বাড়ীর লোকজনকে স্বসস্ত্র হুমকির মাধ্যমে তাড়িয়ে দিয়ে নিয়ে যাচ্ছে মূল্যবান মালামাল। গৃহস্তের ঘড়ে আসবাবপত্র থেকে শুরু করে ঘের ও পুকুরের মাছ এমনকি পালে পালে গরু-মহিষ নিয়ে খোলা বাজারে বিক্রি করে আত্মসাৎ করছে। দুর্বৃত্তের ভয়ে লোকজন এখন গ্রাম ছাড়া প্রায়।
বিষয়টি প্রশাসনের গোচরে থাকলেও নিরাপত্তা দেয়াতো দূরের কথা অজ্ঞাতকারনে একেবারেই নির্বিকার। এলাকায় বিরাজ করছে চরম আতঙ্ক।
এমনকি এলাকার মেয়েরা স্কুলে আসতেও ভয় পায়। তাই বিষয়টি প্রশাসনে উচ্চমহলের দৃষ্টি আকৃষ্ট না হলে গ্রামের সাধারন মানুষ চরম ক্ষতির সম্মুখীন হবে এবং প্রশাসনের প্রতি সাধারন জনগন নূন্যতম আস্থা হারিয়ে ফেলবে।
স্বত্ব ও দায় লেখকের…
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More