প্রচ্ছদ / লেখালেখি / শিল্প-সাহিত্য / কবিতা/ছড়া / রুহিতার অবসান | মল্লিক স্বাধীন রহমান

রুহিতার অবসান | মল্লিক স্বাধীন রহমান

image-Ruhitaরাত ফুরালো, দিন আসলো আবার
চুরি হাতে রুহিতা ঘুমিয়ে,
আমি ডাকি, ডাকে অনেকে সারাহীন দেহ তার
লাল চুড়ি, নীল চুড়ি কষ্ট তাহার আচঁল ধরি, সপ্ন তাহার নষ্ট করি-
চলছে সে নতুন বাড়ি, আমায় বলেছে বুঝবে ভারি, ফিরবো না আমি আর।
হা হা হা…. হাসঁতে হাসঁতে যাইকো মরি, কি বলছিস? তুই পাগলি ভারি।
অামি বলি কোথায় ওরে যাবি ভারি, ঘুম ভাঙ্গলে চুপটি করে আসবি আবার নিজের বাড়ি।
পথ চেয়ে আজ সকাল থেকে দুপুর হল, রোদ ডেকে মেঘ ছায়া দিল, বিকাল হলে সন্ধ্যা পাখি ঘরে গেল…
কোথায় আমার পাগলি ওরে, কোন বাড়ি তুই একলা ওরে শুনিস না যে ডাকি তোরে?
কেঁদে কেঁদে বলি আমি, তুই খুবই দুষ্টু ভারি একলা করে আমায় তুমি, আর কি আসবে না?
কিছু সপ্ন থাকে যার স্থান শুধু মানুষের চোখো, কিছু মানুয় থাকে শুধুই মানুষের মনে
রুহিতা ছিল, থাকবে কারো সপ্ন বা কারো মনে!!

স্বত্ব ও দায় লেখকের…

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !