একটি বিশেষ ঘোষনা

মেলা মেলা মেলা, এই চুরি ফিতা
টাকা টা একটু বেশি , কি করেছেন বসে বসে ,
এখন ই কিডনাপ হল , আজ নিহত ২, কোথায় সে ?

সবাই চুপ, NO SOUND !

একটি বিশেষ ঘোষনা,
কেউ বাইরে বের হবেন না হয়ত বের হলেই
র্তীব্র রোদের মধ্যে হবেন বর্জ্য পিষ্ট ।
মুর্হূতেই কিডনাপ হয়ে যাবেন লোকালয় থেকে
যে শিশু বাবার কোলে চড়ে মেলায় এসেছিল,
কিছুক্ষনের মধ্যে সেই বাবার হাত
উড়ে গেছে বামার আঘাতে ।
মেলার লাল চুরি আর রক্ত এখন দুই জময সহোদর কে কাকে চিনবে ?
বড় বাবুদের টেবিলের নিচে জমছে নোটের মরুভুমি
উজ্জলতা বাড়ছে বউয়ের গয়না আর সুন্দরী প্রাইভেট সেক্রেটারির রুপ ।
বিলের পাশে ভাঁসছে নিখোঁজ হওয়া যুবকের লাশ
হসপিটালে আজ পূর্ন্য রোগীর হাহাকার
সমাজ সংস্কারক এখন নিজেই ব্যাস্ত
নিজেকে সংস্কার করতে ।
কালো টাকা সাদা করে, বাড়ির দলিল পানিতে ভাসিয়ে, টাকার
বস্তা ড্রেনে ফেলে নিখুঁত ভাবেই চলছে তার সংস্কারের কাজ ।
বিবাহীতা যুবতি গুনছে বিধবা হওয়ার দিন
ব্যবসায়ীদের সাথে ইট,বালু,সিমেন্ট
করছে গোপন মিটিং
কখন গুড়িয়ে যাবে তার ছলাকলা ।
বিয়ে নামক শব্দটা পায়ে মুড়িয়ে,থুতু দিয়ে যুবক-যুবতি করছে পুতুল খেলা একই ছাদের তলে ।
ফজরের আযান শেষে ও কেউ কেউ পৃথিবীতে নামিয়েছে রাত ।
সুস্বাদু ফলের গুনের কাছে বিষ আজ বড়ই নগন্য
র্ধামিকের র্ধম এখন অর্ধামিক ই ভাল বোঝে ।
ঘোষনা শেষ হল,
সবাই কিন্তু সাবধান ।

স্বত্ব ও দায় লেখকের…

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !