
লিচু গাছের নিচে একজন ই ‘হিমু’ ঘুমিয়ে
বাঁশের চটায় ঘের হিমু কার এত সাহস যে তাকে দেবে জাগিয়ে।
নুহাস পল্লীর ভেতরে চেঁয়ে দেখ ঐ কাঁদছে নুহাস,
ছি ছি কি করছিস তুই ‘দেওয়াল’ গুলি রেগে ফুলছে রে!
‘র্শ্রাবন মেঘের দিনে’ মিসির আলি ছাতা করে কোথায় ঐ যাচ্ছে হে
বৃষ্টি বলছে ‘আমার আছে জল’ ভিজিয়ে তোকে আজ দেব ই রে।
আজ চিত্রার বিয়ে সে আজ ‘লিলাবতী’ সাঁজে
‘চিত্রা’র স্বামী নিয়ে যাবে তাকে ‘দাড়ুচিনি দ্বীপে’।
চাঁদনী ঐ রাতে ‘জলপদ্ধের’ উপরে কার সে ছাঁয়া ভাঁসে ?
নরকের এই গরমে ‘লিলুয়া বাতাসে’ প্রান জুরায় আজ ‘আহা’ রে
‘রিমান্ড’ থেকে হিমু ফিরে আর হবে না তার ‘ফেরা’
চুপটি করে বলে গেছে সকালের ‘প্রথম প্রহর’ এ।
…………………………
> হুমায়ূন আহমেদ স্মরনে তার কিছু কাব্যগ্রন্থ নিয়ে আমার সমান্য সৃষ্টি একটি কবিতা প্রিয় হুমায়ূন আহমেদ স্যার এর প্রতি উর্ত্সগ করলাম।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More