প্রচ্ছদ / আরও... / নিয়োগ বিজ্ঞপ্তি- ২৭ ডিসেম্বর ২০১৩

নিয়োগ বিজ্ঞপ্তি- ২৭ ডিসেম্বর ২০১৩

২৭ ডিসেম্বর ২০১৩ শুক্রবার, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ-

১। আবশ্যক (২য় বার)

সরকারি বিধি মোতাবেকক লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল, ডাক: লক্ষ্মীখোলা, উপজেলা-পাইকগাছা, জেলা-খুলনার উচ্চ মাধ্যমিক শাখার ব্যবসায় শিক্ষা বিভাগে সৃষ্টপদে উৎপাদন ব্যবস্থাপনা ও বীপনন বিষয়ে একজন প্রভাষক (মহিলা) আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ৩০০/- (তিনশত) টাকার অফেরতযোগ্য পোস্টাল অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বহস্তে লিখিত আবেদন করুন। পুরুষ প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নাই। উল্লেখ্য, নিয়োগ প্রাপ্ত প্রভাষককেক ১০০% বেতন ভাতা প্রতিষ্ঠান হইতে প্রদান করা হইবে।

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) 

২।নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারী বিধিমোতাবেক বিশ্বশুক মাধ্যমিক বিদ্যাপীঠ (সরকার অনুমোদিত), সাং-কাঠামারী, ডাক-ভেকটমারী, উপজেলা-রামপাল, জেলা-বাগেরহাট এর জন্য সকল সবিষয়ে সহকারী শিক্ষক হিসেবে শূন্যপদে বাংলা/ইংরেজী/সামাজিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা-০৩ জন, ইসলাম ধর্ম-০১ জন, হিন্দু ধর্ম-০১ জন, কৃষি শিক্ষা-০১ জন, বায়োলজী-০১ জন, গ্রন্থাগারিক/ক্যাটালগার-০১ জন ও এম.এল.এস.এস (গার্ড)-০১ জন নিয়োগ করা হবে। সহকারী শিক্ষক পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা ও এম.এল.এস.এস. পদে ৩০০/- (তিনশত) টাকা জনতা ব্যাংক, দিগরাজ শাখা, মোংলা, বাগেরহাট-এর অনুকূলে ড্রাফটসহ  প্রয়োজনীয় কাগজপত্র ০৩ কপি ছবি ও মোবাইল নম্বর বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর প্রেরণের অনুরোধ করা হচ্ছে।

বি.দ্র. নিয়োগ প্রাপ্তির পর সকল শিক্ষক ও কর্মচারীকে আলোচনা সাপেক্ষে এম.পি.ও প্রাপ্তির পূর্ব পর্যন্ত সম্মানী ভাতা প্রদান  করা হবে।

প্রধান শিক্ষক 

৩। আবশ্যক

নলদী বি.এস.এস. মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর-নলদী, উপজেলা-লোহাগড়া, জেলা-নড়াইল শূন্যপদে একজন সহকারী প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক (শরীরচর্চা) আবশ্যক। ৫০০/- টাকার পোস্টাল অর্ডার (অফেরৎযোগ্য) ও প্রয়োজনীয় কাগজপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।

প্রধান শিক্ষক 

৪। আবশ্যক

সর্বশেষ সরকারী বিধিমোতাবেক পঞ্চগ্রাম সম্মিলিত ইউসুফিয়া আলিম মাদ্রাসা, ডাকঘর-সোমাদ্দারখালী, উপজেলা-মোরেলগঞ্জ, বাগেরহাট-এর বিজ্ঞান শাখায় সহকারী শিক্ষক বি.এস.সি জীব বিজ্ঞান শূন্যপদে একজন মহিলা শিক্ষক আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের পনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে।

অধ্যক্ষ  

৫। আবশ্যক

সর্বশেস সরকারী নিয়োগ বিধি মোতাবেক চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয় মোংলা বাগেরহাটের জন্য শূন্য পদে ০১ (এক) জন সহকারী শিক্ষক (কম্পিউটার) ও ০১ (এক) জন সহকারী শিক্ষক (শরীরচর্চা) নিয়োগ করা হবে। উক্ত পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকার পোস্টাল অর্ডার/ ব্যাংক ড্রাফট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তী প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে আবেদন করতে হবে।

সভাপতি/ সম্পাদক
মোবা: ০১৭১১-৩৪৮৫৩৪, ০১৯১৬-৫২৬৩১৭ 

৬। জরুরী জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

আলোক (বেসরকারী) সংস্থাটি ১৯৮৭ সাল থেকে সাতক্ষীরা জেলার বিভিন্ন দাতা, সরকারী ও নিজস্ব আর্থিক সহায়তায় অভীষ্ট জনগোষ্ঠীর সার্বিক জীবীকায়ন ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। অত্র সংস্থায় ২ থেকে ১০ ওয়াট-এর সৌর বিদ্যুৎ সিস্টেম বিক্রয়ের জন্য এবং শিক্ষা প্রকল্পের আওতায় সাতক্ষীরা এবং খুলনা জেলার সকল উপজেলায় সাবেক ওয়ার্ড ও ইউনিয়নে শর্তাসাপেক্ষে ১ জন করে জনবল নিয়োগ দেওয়া হবে।

ক্র:নং পদ বেতন ওয়ার্ড ও ইউনিয়ন শিক্ষাগত যোগ্যতা
সৌর বিদ্যুৎ উন্নয়ন কর্মী ৬০০০/- থেকে ৭৫০০/- ওয়ার্ড ভিত্তিক- ১জন এসএসসি/ অষ্টম শ্রেণী
শিক্ষা উন্নয়ন কর্মী ৩০০০/- থেকে ৪৫০০/- ওয়ার্ড ভিত্তিক-১ জন
সুপার ভাইজার ৮০০০/- থেকে ৯৫০০/- ইউনিয়ন ভিত্তিক ১ জন এইচএসসি

বি:দ্র: আগ্রহী প্রার্থীদের উক্ত ছক অনুসারে ২ টি ছবি, শিক্ষাগত সনদ, আইডি কার্ডের ফটোকপি, মোবাইল নম্বরসহ আগামী ইং ১৫/০১/২০১৪ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি/ ডাকযোগে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আহবান করা হলো। উল্লেখ্য, সাক্ষাৎকারের সময় প্রত্যেক প্রার্থীকে ৫০/- ফি জমা দিতে হবে এবং নির্বাচিত প্রার্থীর ক্ষেত্রে ১ নং ও ৩ নং পদের জন্য ২০০০/- ও ৩০০০/- জামানতের টাকা জমা দিয়ে নিয়োগপত্র গ্রহণ করতে হবে। সাক্ষাৎকারের দিন, সময় মোবাইলে জানানো হবে। এছাড়া কাজে যোগদানের পর শর্তপূরনকারীকে ২ বৎসর পর্যন্ত ৩ মাস পরপর ১৫০০/- টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি করা হবে। নারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সকল শ্রেণীর প্রার্থী পার্টটাইম/ফুলটাইম কাজ করতে পারবেন।

নির্বাহী পরিচালক, আলোক
পাটকেলঘাটা বাজার
ডাকঘর-পাটকেলঘাটা, তালা, সাতক্ষীরা

৭। নিয়োগ বিজ্ঞপ্তি

হিজলডাঙ্গা শহীদ ফ্লাইট লে: মাসুদ মেমোরিয়াল কলেজ, ডাক-মঙ্গলকোট, উপজেলা-কেশবপুর, যশোরের জন্য সর্বশেষ সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি বিধান মোতাবেক নিম্নলিখিত শাখা/ বিভিন্ন বিষয়ে লোক নিয়োগ করা হবে। প্রার্থীদের শিক্ষক নিবন্ধন/ ইনডেক্সধারী হতে হবে। স্নাতক শ্রেণির বিএসসি কোর্সের জন্য প্রভাষক পদে গার্হস্থ্ অর্থনীতি ০২, স্নাতক শাখার জন্য ইংরেজী ০১, সমাজ বিজ্ঞান ০২ ও সৃষ্টপদে লাইব্রেরিয়ান ০১ জন করে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রী। লাইব্রেরিয়ানের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (পাশ) সহ সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী/ সমমানের। সর্বশেষ ডিগ্রী ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে একটি তৃতীয় বিভাগ/ শ্রেণী/ জিপিএ গ্রহণযোগ্য। এইচএসসি সাধারণ শাখার জন্য শূন্য পদে গার্হস্থ অর্থনীতি বিষয়ে লোক নিয়োগ করা হবে। এক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রী। সর্বশেষ ডিগ্রী ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে একটি তৃতীয় বিভাগ/ শ্রেণি/ সমমানের জিপিএ গ্রহণযোগ্য। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন পৌছাতে হবে। পূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদন নিস্প্রয়োজন।

অধ্যক্ষ মো: মশিয়ুর রহমান,
মোবা-০১৭২০-৫৯৭৫৮৬, ০১৯১১-৬৪৯৪৩৯

চাকরির খবর পাতায় প্রকাশিত কোন বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপনের জন্য বাগেরহাট ইনফো ডটকম কর্তিপক্ষ দায়ী নয়। (প্রকাশিত বিজ্ঞপ্তি গুলো বিভিন্ন পত্র-পত্রিকার থেকে সংগৃহীত।) বিজ্ঞাপনের ভ্রল, ত্রুটি দেখা দিলে মূল বিজ্ঞাপন অনুসরন করার জন্য অনুরোধ করা হলো।

About Bagerhat Info Jobs