প্রচ্ছদ / খবর / বাধা উপেক্ষা করে ঢাকায়

বাধা উপেক্ষা করে ঢাকায়

১৮ দলের ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’র সমর্থনে বাগেরহাট থেকে বিএনপিসহ ১৮ দলের নেতাকর্মীরা পায়ে হেটে ও মটর সাইকেলেসহ বিভিন্ন মাধ্যমে ঢাকায় যাচ্ছেন।

BNP-pprogramতবে পথে বিভিন্ন স্থানে বাধার পাশাপাশি অনেকে হামলার শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির নেতারা।

শুক্রবার ভোর থেকে পরিবহন শ্রমিকদের অঘোষিত অবরোধের ফলে বাগেরহাট থেকে ঢাকামুখী পরিবহন ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিরোধীদলের সমর্থকরা কেন্দ্রীয় কর্মসুচী সফল করতে বিভিন্ন বিকল্প পথে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বাগেরহাট জেলা ছাত্রদলে সভাপতি সুজা উদ্দিন মোল্যা সুজন জানান, ‘মার্চ ফর ডেমোক্রেসি’ সফল করার লক্ষে এরই মধ্যে নেতাকর্মীদের সাথে ঢাকায় উপস্থিত হতে পেরেছি। আগামীকাল সকাল ১০টার মধ্যে অনান্য নেতা কর্মীরও ঢাকা পৌঁছাবেন।

বাগেরহাট জেলা ১৮দলের আহবায়ক ও বিএনপির সভাপতি এমএ সালাম জানান, পরিবহন বন্ধ থাকায় নেতাকর্মারা পায়ে হেটে ও মটরসাইকেলে চড়ে ভোররাতে ঢাকার উদ্যেশ্যে বাগেরহ্ট ছেড়েছে।

গোপালগঞ্জ, টেকেরহাট, ভাঙ্গা, মাওয়া হয়ে ঢাকায় যেতে বিভিন্ন স্থানে শাসক দল ও পুলিশী হামলার শিকার হয়ে বাগেরহাটের ২৫ নেতা-কর্মী আহত হয়েছে। আহত হয়েও নেতাকর্মারা চোরা পথে বিকেলে ঢাকায় পৌছাতে শুরু করেছে।

বাগেরহাট থেকে প্রায় সহস্রাধিক নেতাকর্মী এভাবে ঢাকায় পৌঁছাতে সক্ষম হবে বলে আশাবাদ জানান তিনি।

২৮ ডিসেম্বর ২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক