
হিমঘরে দিন দিন বাড়ছে লাশের সংখ্যা,
আগর বাতির ঘ্রানের চেয়ে, আজ তীব্র লাশের ঘ্রান।
বেওয়ারিশ লাশের রক্ত, জমাট বেধেঁ হয়েছে রক্তশীলা।
হাজারো মানুষের হাহাকার আর প্রশ্ন
কোথা থেকে আসল এত লাশ ?
এই লাশ এসেছে মিশন থেকে !
যে মিশন জন্মায় ক্ষোব, ব্যার্থতা আর কারো করো মুখের শেষ কথায়।
যে মিশনে রাতের অন্ধকারে সাদা রক্ত বর্ন চোখ,
একনজরে চেয়ে থাকে টিগার হাতে র্ট্যাগেটের দিকে।
মুর্হুতেই বুলেট এফোর-ওফোর করে দেয় র্ট্যাগেটের খুলি !
কাল সকাল হলেই এ বিলুপ্ত জাতি দেখবে আর একটি বেওয়ারিশ লাশ।
হায়নার অগ্নি চক্ষু জলসে দিয়েছিল রিক্তার শরীর
নখের আছরে আছরে বুনেছিল সভ্যতার পোড়া জাল।
তিন দিন পর ফেরিঘাটের সামনে ভাঁসতে দেখেছিল রিক্তার লাশ।
ব্যাস ! এই তো সব শেষ ‘মিশন কমপ্লিট’
দিন দিন বাড়ছে অশ্রুর ফোটা, বাড়ছে লাশ, বাড়ছে হিমঘর
প্রস্তুত হচ্ছে নতুন মিশন ।
স্বত্ব ও দায় লেখকের…
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More