প্রচ্ছদ / খবর / ‘কোন অবস্থায় সুন্দরবনকে ধ্বংস হতে দেব না’

‘কোন অবস্থায় সুন্দরবনকে ধ্বংস হতে দেব না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

bagerhat-cpb-counci-pic101-10-2016“নিজের বুক পেতে আমাদের রক্ষা করেছে পৃথিবীর একমাত্র জলাবন সুন্দরবন। বিশ্ব ঐতিহ্য এই বনকে আজ ধ্বংসের পায়তারা চলছে। আমরা কোন অবস্থায় সুন্দরবনকে ধ্বংস হতে দেব না।”

শনিবার (০১ অক্টোবর) বিকালে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে সিপিবি’র নবম জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সরদার রুহিন হোসেন প্রিন্স এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের মতামত উপেক্ষা করে সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক তাপ-বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে। যা সুন্দরবনের জীব-বৈচিত্র, পরিবেশ, প্রতিবেশসহ মানুষের উপর মারাত্মক প্রভাব ফেলবে।

রোববার নতুন কমিটি ঘোষণার মধ্যে দিয়ে বাগেরহাট সিপিবি’র ২ দিনব্যাপী সম্মেলন শেষ হবে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনোজ দাস, বাগেরহাট জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল, খুলনা জেলা সিপিবি নেতা এস এ রশিদ, বাগেরহাট জেলা সিপিবির সাবেক সভাপতি কাজী সোহরাব হোসেন ও পৌর সিপিবির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম যাদু।

এরআগে ৯ম জেলা সম্মেলন উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে নেতাকর্মীরা। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এজি/এসআই/বিআই/০১ অক্টোবর, ২০১৬

About ইনফো ডেস্ক