প্রচ্ছদ / লেখালেখি / শিল্প-সাহিত্য / কবিতা/ছড়া / কে রে তুই খেতে চাস সুন্দরবনকে?

কে রে তুই খেতে চাস সুন্দরবনকে?

লুৎফর রহমান রিটন

Lutfur-Rahman-Ritonবোকা জেনে ধোঁকা দিয়ে হাবা জনগণকে
কে রে তুই খেতে চাস সুন্দরবনকে?

চিংড়ির ঘের করে খেয়েছিলি অল্প
পুরোটাই খাবি তাই নতুন প্রকল্প?

নাড়ছে কে কলকাঠি হোতা-টা কে? জানি না
রামপাল বিদ্যুৎ প্রকল্প মানি না।

এখুনি বাতিল হোক এই হীন চুক্তি
ধ্বংসের উৎসবে নেই কোনো যুক্তি।

ম্যানগ্রোভ এই বন প্রকৃতির অংশ
সুন্দরবনটাকে করে দিতে ধ্বংস—
কে রে তুই করেছিস হীন চক্রান্ত?

জ্ঞানপাপী লোভী তুই কেউ কি তা জানত?
চুক্তির নামে নিজ স্বার্থটা টিকিয়ে
দেশের স্বার্থ তুই দিলি কিনা বিকিয়ে?

সুন্দরবন কোনো সাধারণ বন না
প্লিজ দাদা সামান্য দেশপ্রেমী হন না…!

শ্রদ্ধেয় প্রিয় আপা ও প্রধানমন্ত্রী–
আপনার চারপাশে কারা ষড়যন্ত্রী?

টাকা ছাড়া তাদের তো কিছু প্রয়োজন নেই
এই দেশে আর কোনো সুন্দরবন নেই।

চাইলেই করা যাবে এই বন তৈরি?
ও মানুষ ভালোবাসো রুখে দাও বৈরি…

এসআইএইচ/বিআই/০২ আগস্ট, ২০১৬

About Bagerhat Info Blog