প্রচ্ছদ / লেখালেখি / শিল্প-সাহিত্য / কবিতা/ছড়া / অভ্যাসগুলো বদ | নেপথ্য রবি

অভ্যাসগুলো বদ | নেপথ্য রবি


কত অভ্যাস বদ হয়ে গেছে
কিছুতো এখন রোগ,
শিক্ষক মানে সৎ সাধারণ
নম্র ভদ্র লোক।

লোহার উপর মরিচার চাপ
নদীর উপর বালু,
জলে ডুবে মরে যাবে মাছ
আকাশ পথও ঢালু;

আমাদের মাথায় ওনাদের চাপ
বাপের আগে ছেলে,
কে যেন কাল হুমকি দিলো
হাতের কাছে পেলে!

বাঁচবো বলে মরেছি আগে
রাগের কোলে ঘুম,
দিনের ব্যাথায় সূর্য হাসে
রাত্রিতো নি:ঝুম,

আলোর খোঁজে কারা আসে
কেনো বাসে কী ভালো,
আমার মাথায় বরফ পোকা
আগুন ওষুধ ঢালো,

ভেড়ার মিছিল ভাড়ার নেতা
ভালো আইন রদ
রোগের কারণ বারণ বলা
অভ্যাসগুলো বদ।

রবি/এসআইএইচ/বিআই/০৭ মে, ২০১৭

About নেপথ্য রবি