কোথায় পহেলা বৈশাখ

Shuvo_Noboborsho(4)শিমুল গাছে কোকিল করে কলোরব,
দেখ দেখ এলো ঐ পহেলা বৈশাখ ।

বাঁশের ঝাড়ে, চাঁদের কাঁদে নতুন নতুন শখ,
রংধনুর সাতটি রং লিখলো একটি নাম পহেলা বৈশাখ ।

বাউল গান আর জারি-সারি, মিষ্টি আছে হাড়ি হাড়ি
কলা পাতায় লাগিয়ে রং, আসলো ঐ পহেলা বৈশাখ ।

সকালে পান্তা ভাত আর মরিচে, সরিষা ভাটায় ইঁলশে,
সারা বছর গরম ভাত, সেদিন লাগে তা বড্ডই পানাসে ।

সুপারি আর পান, চুনে হয় লাল
ভেঙ্গে যাওয়া মাটির হাড়ি-পুতুল, ফিরিয়ে আন সব।

স্বত্ব ও দায় লেখকের…

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !