প্রচ্ছদ / লেখালেখি / অণুকথা / শহীদ ডা. মিলন দিবস আজ

শহীদ ডা. মিলন দিবস আজ

২৭ নভেম্বর ১৯৯০ স্বৈরশাসন বিরোধী আন্দোলনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ডা: শামসুল আলম মিলন। সেই থেকে দিনটি পালিত হয়ে আসছে শহীদ ডা. মিলন দিবস হিসাবে।

milonঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ডা: শামসুল আলম খান মিলন ছিলেন তৎকালীন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব।

সেসময় সারাদেশে চলছিল রাজপথ-রেলপথ অবরোধ। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের একটি সভায় যোগ দিতে রিকশায় করে যাচ্ছিলেন বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি আসলে তার উপর গুলি চালায় সন্ত্রাসীরা। সে দিন তার রিকশায় সহযাত্রী হিসাবে ছিলে ডা. মোস্তফা জামাল মহিউদ্দিন।

আজও দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন নানা কর্মসূচীর মাধ্যমে স্মরণ করে সেই ভয়াল স্বৈরশাসন থেকে মুক্তির কথা।

About Subrata Mukerjee

উন্নয়ন কর্মী