প্রচ্ছদ / আরও... / জীবনযাপন / টেক.কম / আসছে Android অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন Kitkat !!!

আসছে Android অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন Kitkat !!!

কেমন আছেন সবাই? আশা করি ভাল। আজ আপনাদের একটি আপডেট দিবো যা আপনারা অনেকেই হয়তো জানেন, তবুও যারা জানেন না তাদের জন্য এই পোস্ট।
মোবাইল ফোনের প্রতিনিধিত্তে শীর্ষে এখন android অপারেটিং সিস্টেম চালিত মোবাইল ফোনগুলো। আর এমন কেউ নিশ্চয়ই নেই যে কিনা android ফোন চেনে না। তো, এই android অপারেটিং সিস্টেম এর সর্বশেষ সংস্করণ Kitkat (version 4.4) আসছে এই অক্টোবর মাসের ২৪ তারিখে। এই দিনটি Kitkat এর অফিসিয়াল রিলিজ ডেট হিসেবে বুকমার্ক করেছে এর ডেভেলপার প্রতিষ্ঠান Google। এবং এর থেকে যে জিনিসটি মজার সেটি হল, এটি আসছে  LG এর তৈরি মোবাইল ফোন Nexus 5 এর সাথে।
Android-4.4.Kit-Kat-1জানা গেছে, চলতি মাসের প্রথম সপ্তাহে গুগলের মোবাইল অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘Android Kitkat (version 4.4)’ ছাড়ার কথা জানিয়েছিল গুগল। বর্তমানে বাজারে থাকা সর্বশেষ জেলি বিন নামের সংস্করণটির পর অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণটির নামকরণে নেসলের জনপ্রিয় চকলেটের নামটিই বেছে নিয়েছে গুগল। এ অপারেটিং সিস্টেম টেবলেট ও স্মার্টফোনে ব্যবহার করা যাবে। গুগল কর্তৃপক্ষ এ নতুন অপারেটিং সিস্টেমকে গুগল সার্চে ভিন্নরূপে দেখাতে পারে।
nexus-5-render-2বিবিসি জানিয়েছে, অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ Jelly Bean (version 4.3) পরবর্তী সংস্করণটির জন্য Key Lime Pie পরিবর্তে কিটক্যাট নামটি বেছে নিয়েছে Google। এর আগে Google নতুন সংস্করণটির নাম  ‘Key Lime Pie (version 5.0)’ রাখতে পারে বলে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলো খবর প্রকাশ করেছিল।
imagesdownloadএদিকে কিটক্যাট নাম বেছে নেওয়ার জন্য নেসলের সঙ্গে এরই মধ্যে একটি চুক্তিও করেছে গুগল কর্তৃপক্ষ। কিটক্যাট নাম ব্যবহারের জন্য কোনো পক্ষকেই কোনো অর্থ পরিশোধ করতে হবে না।
গুগলের অ্যান্ড্রয়েড গ্লোবাল পার্টনারশিপের পরিচালক জন লাগারনিং বলেন, ‘মজার ও অপ্রত্যাশিত’ কিছু করার ধারণা থেকেই নামটি দেয়া হয়েছে।
২০০৯ সাল থেকেই গুগলের প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনের নামেই চমক রাখা হচ্ছে। এর আগের নামগুলো ছিল- কাপকেক, ডোনাট, এক্লেয়ার, ফ্রয়ো, জিঞ্জারব্রেড, হানিকম, আইসক্রিম স্যান্ডউইচ ও জেলি বিন।
ব্রান্ড বিশেষজ্ঞ ও ইন্টারন্যাশনাল মার্কেটিং পার্টনারের পরিচালক অ্যালিসন স্টিয়ার্ট- অ্যালেন বলেন, কিটক্যাট ন্যামে অ্যান্ড্রয়েডের নামকরণ একটি সৃজনশীল ও চতুর ধারণা। বিশ্বের বহু ভোক্তাই কিটক্যাটের নামের সঙ্গে পরিচিত এবং এই নামটি ইতিবাচক প্রভাব ফেলবে।
তবে তিনি বলেন, সমস্যা হলো যদি দুটো ব্রান্ডের কোনোটি যদি স্ক্যান্ডালে জড়িয়ে পড়ে তবে একটি অন্যটির ওপরও এর নেতিবাচক প্রভাব ফেলবে।
আজ আর না। ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

About Sakib Sadman Munna