প্রচ্ছদ / খবর / সুন্দরবনে ‘ডাকাতি প্রস্তুতি’র অভিযোগে গ্রেপ্তার ২, অস্ত্র উদ্ধার

সুন্দরবনে ‘ডাকাতি প্রস্তুতি’র অভিযোগে গ্রেপ্তার ২, অস্ত্র উদ্ধার

সুন্দরবনে ডাকাতির প্রস্তুতি কালে বাগেরহাটের শরণখোলা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তারের দবি করেছে পুলিশ।

Bagerhat-Pic-1(08-03-15)এদের মধ্যে একজনকে শনিবার গভীর রাতে এবং অন্যজনকে রোববার (০৮ মার্চ) ভোরে উপজেলার বকুলতলা গ্রাম থেকে আটক করা হয়।

পৃথক অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি কাটা রাইফেল, দুই রাউন্ড গুলি, দু’টি রামদা ও ৫টি গুলির খালি খোসা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের এজেম্বর হাওলাদারের ছেলে মিন্টু হাওলাদার (৩৫) ও সোনাতলা গ্রামের প্রয়াত হিংগুল উদ্দিন হাওলাদারের ছেলে কদম আলী হাওলাদার (৫৫)।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. রেজাউল করিম দুপুরে বাগেরহাট ইনফো ডটকমকে নিশ্চিত করেছেন।

এই ঘটনায় শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) গাজী ইকবাল বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেছেন। রোববার (০৮ মার্চ) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি রেজাউল করিম জানান, মিন্টু, কদম আলীসহ ৫/৬ ব্যক্তি সুন্দরবনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে -এমন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ২টার দিকে পুলিশের একটি দল বকুলতলা গ্রামে অভিযানে যায়। এ সময় মিন্টুকে দু’টি রামদাসহ আটক করা হয়। তবে, তার সহযোগীরা পালিয়ে যায়।

পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ সোনাতলা গ্রামে তার বাড়ির রান্নাঘরে লুকিয়ে রাখা একটি বিদেশি কাটা বন্দুক, দুটি বন্দুকের তাজাগুলি এবং পাঁচটি বন্দুকের খালিখোসা উদ্ধার করা হয়। এসময় তার অপর সহযোগি কদম আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি আরো জানান, কদম আলী একসময়ে সুন্দরবনের দুধর্ষ বনদস্যু থাকা অবস্থায় জনতার হাতে ধরা পরে দুইটি চোখ হারায়।

০৮ মার্চ ২০১৫ :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এজি/আই হক-এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ