প্রচ্ছদ / খবর / রামপালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ বনদস্যু আটক

রামপালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ বনদস্যু আটক

বাগেরহাটের রামপাল থেকে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সুন্দরবনের দুই বনদস্যুকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর রাতে রামপাল উপজেলার প্রসাদ নগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

এরা হলেন, উপজেলার কালীকা প্রসাদ গ্রামের নূর মোহাম্মদের ছেলে আলী হোসেন  (৩৫) ও নূর উদ্দিন ইজারাদের ছেলে ওলি ওরফে আব্বাস ইজারাদার (৩০)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

শনিবার দুপুরে পুলিশ তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

রামপাল থানার উপ-পরিদশক (এসআই) ইমারত হোসেন জানান, সুন্দরবনে দস্যুতার অভিযোগে ২০০৯ সালের ২৮ জানুয়ারি শরণখোলা থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় চলতি বছরের ৪ জুন তাদের যাবজ্জীবন সাজার আদেশ দেয় আদালত। এতোদিন তারা পলাতক ছিলেন।

সম্প্রতি তারা নিজেদের এলাকায় ফেরেন। খবর পেয়ে ভোর রাতে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

About বাগেরহাট ইনফো নিউজ