প্রচ্ছদ / খবর / মোরেলগঞ্জে ২ মেয়র প্রার্থীর প্রচার মাইক ভাংচুর

মোরেলগঞ্জে ২ মেয়র প্রার্থীর প্রচার মাইক ভাংচুর

Bagerhat-Map-4বাগেরহাটের মোরেলগঞ্জে পৌর নির্বাচনের প্রচারণার সময় দুই মেয়র প্রার্থীর প্রচার মাইক ভাংচুর করেছে দৃর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকালে মোরেলগঞ্জ পৌর এলাকার কাঠালতলা ও সরালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় চার প্রচারকারী আহত হন।

মোরেলগঞ্জ পৌরসভায় বিএনপি’র মেয়র প্রার্থী আব্দুল মজিদ জব্বার জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে পূর্ব সরালিয়া গ্রামে ধানের শীষের প্রচার মাইকে হামলা চালায় প্রতিপক্ষের সমর্থকরা। এসময় হামলাকারী দুবৃত্তরা প্রচারে থাকা মাইকটি ভেঙে রাস্তার পাশের ডোবায় ফেলে দেয়।

আহত হন প্রচার কাজে নিয়োজিত রনি (২০), সাইফুল (২২) ও জুয়েল (২৫)।

এদিকে বিকাল ৪টার দিকে কাঠালতলা এলাকায় স্বতন্ত্র মেয়র প্রার্থী সোমনাথ দে’র মাইক ভেঙ্গে পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা। এ সময় পিটিয়ে আহত করা হয় মোবাইল ফোন প্রতীকের প্রচার কাজে নিয়োজিত কালাম শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে।

খবর পেয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ওবায়দুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হুদা ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারে নি।

২৪ ডিসেম্বর :: মশিউর মাসুম, স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ