প্রচ্ছদ / খবর / বাগেরহাট / কচুয়া / বাগেরহাটে ৭১ ইউনিয়নে আ.লীগ চেয়ারম্যান

বাগেরহাটে ৭১ ইউনিয়নে আ.লীগ চেয়ারম্যান

মঙ্গলবার (২২ মার্চ) নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট হওয়া জেলার ৪১ ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ৩৯ টিতে আওয়ামী লীগ (নৌকা প্রতীক) এবং দু’টিতে স্বতন্ত্র (আ.লীগ বিদ্রহী) প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে ৩২টি ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকের প্রার্থীরা নির্বাচিত হন।

বাগেরহাটে নির্বাচনী সংঘাতে গুলিবিদ্ধসহ আহত ১১

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করে জানান, জেলার ৯ উপজেলার ৭৫ ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে ঘোষিত তফসিল অনুয়ায়ী ৭৪ ইউনিয়নে নির্বাচন হওয়া কথা ছিল। এর মধ্যে ১৭ মার্চ ফকিরহাটের মূলঘর ইউনিয়ন নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। ফলে মঙ্গলবার জেলার ৭৩টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়ে।

বিজয়ীর হলেন-

Electation_Balot-Boxবাগরহাট সদর উপজেলার ষাটগুম্বজ ইউনিয়নে  শেখ আক্তারুজ্জামান বাচ্চু, কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নে এস এম আবু বক্কর সিদ্দিক, রাঢ়ীপাড়া ইউনিয়নে তাছলিমা বেগম, মঘিয়া ইউনিয়নে পংকজ কান্ডি অধিকারী।

রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নে মো. আব্দুল্লাহ ফকির, বাঁশতলীতে শেখ মোহাম্মদ আলী, পেড়িখালী ইউনিয়নে মো. রফিকুল ইসলাম বাবুল,  রাজনগরে সরদার আব্দুল হান্নান, রামপাল সদর ইউনিয়নে এস এম জামিল হাসান, ভোজপাতিয়া ইউনিয়নে মো. নুরুল আমিন, গৌরম্ভা ইউনিয়নে মো. গিয়াস উদ্দিন গাজী, উজলকুড় ইউনিয়নে গাজী আক্তারুজ্জামান, হুড়কা ইউনিয়নে তপন কুমার গোলদার।

ফকিরহাট উপজেলার লকপুর ইউনিয়নে মো. আবুল হোসেন, পিলজঙ্গ ইউনিয়নে খান শামীম জামান পলাশ, মানসা-বাহিরদিয়া ইউনিয়ন মো. রেজাউল করিম ফকির, বেতাগা ইউনিনে স্বপন কুমার দাস, শুভদিয়া ইউনিয়নে মো. শাহীদুল ইসলাম, নলধা-মৌভোগ ইউনিয়নে কাজী মুহম্মদ মহসীন।

মংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন শেখ কবির উদ্দিন, মিঠাখালী ইউনিয়নে মো. ইস্রাফিল হাওলাদার, চাঁদপাই ইউনিয়নে মোল্লা মো. তরিকুল ইসলাম, বুড়িরডাঙ্গা ইউনিয়নে নিখিল চন্দ্র রায়, চিলা ইউনিয়নে গাজী আকবর হোসেন।

Bagerhat-Pic(22-03-2016)UP-Electation-02মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নে শাহ চাঁদ মিয়া শামীম, দৈবজ্ঞহাটি ইউনিয়নে মো. শহীদুল ইসলাম ফকির, রামচন্দ্রপুর ইউনিয়নে এইচ এম মিজানুর রহমান, হোগলাপাশা ইউনিয়নে মো. রেজাউল ইসলাম নান্না (বিদ্রোহী আ.লীগ), বনগ্রাম ইউনিয়নে রিপন চন্দ্র দাস, বলইবুনিয়া ইউনিয়নে মো. শাহজাহান আলী খাঁন, হোগলাবুনিয়া ইউনিয়নে মো. আকরামুজ্জামান (বিদ্রোহী আ.লীগ), বহরবুনিয়া ইউনিয়নে রিপন হোসেন তালুকদার, জিউধরা ইউনিয়নে জাহাঙ্গীর আলম বাদশা, নিশানবাড়িয়া ইউনিয়নে আবদুর রহিম হাওলাদার বাচ্চু, বারইখালী ইউনিয়নে শফিকুর রহমান লাল, মোড়লগঞ্জ ইউনিয়নে এইচ এম মাহমুদ আলী, খাউলিয়া ইউনিয়নে আবুল খায়ের হাওলাদার।

শরনখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে মো. মোজাম্মেল হোসেন, ধানসাগরে মো. মইনুল হোসেন, খোন্তাকাটা ইউনিয়নে মো. জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, রায়েন্দা ইউনিয়নে মো. আসাদুজ্জামান মিলন।

এদের মধ্যে জেলার মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নে মো. রেজাউল ইসলাম (নান্না) ও হোগলাবুনিয়া ইউনিয়নে মো. আকরামুজ্জামান আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী, অন্যরা আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী।

বাগেরহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩২ চেয়ারম্যান-

বাগেরহাট সদর উপজেলা: কাড়াপাড়া ইউনিয়ন- শেখ বশিরুল ইসলাম, বেমরতা ইউনিয়ন- মনোয়ার হোসেন টগর, গোটাপাড়া ইউনিয়ন- শেখ সমশের আলী, বিষ্ণুপুর ইউনিয়ন- শংকর কুমার চক্রবর্তী, বারুইপাড়া ইউনিয়ন- মো. ছরোয়ার হোসেন, যাত্রাপুর ইউনিয়নে- মোল্লা আবদুর মতিন, খানপুর ইউনিয়ন- ফকির ফহম উদ্দিম, রাখারগাছি ইউনিয়ন- শেখ আবু শামীম (আসনু), ডেমা ইউনিয়ন- মো. মনি মল্লিক।

মংলা উপজেলা: সোনাইতলা ইউনিয়ন- নাজিনা বেগম নারজিনা।

রামপাল উপজেলা: মল্লিকের বেড় ইউনিয়ন- তালুকদার নাজমুল কবির।

কচুয়া উপজেলা: গজালিয়া ইউনিয়ন- এস এম নাসির উদ্দিন, ধোপাখালী ইউনিয়ন- মো. মকবুল হোসেন, কচুয়া সদর ইউনিয়ন- শিকদার হাদিউজ্জামান, বাধাল ইউনিয়ন- নকীব ফয়সাল অহিদ।

চিতলমারী উপজেলা: বড়বাড়ীয়া ইউনিয়ন- মাসুদ সরদার, কলাতলা ইউনিয়ন-শিকদার মতিয়ার, হিজলা ইউনিয়ন-কাজী আজমীর আলী, শিবপুর ইউনিয়ন-অহিদুজ্জামান মোল্লা, চিতলমারী ইউনিয়ন-মো. নিজাম উদ্দিন শেখ, চরবানিয়ারী ইউনিয়ন-অশোক কুমার বড়াল ও সন্তোষপুর ইউনিয়ন বিউটি আক্তার।

ফকিরহাট উপজেলা: ফকিরহাট সদর ইউনিয়ন- শিরীনা আক্তার, মুলঘর ইউনিয়ন- হিটলার গোলদার।

মোল্লাহাট উপজেলা: উদয়পুর ইউনিয়ন-এসকে হায়দার মামুন, চুনখোলা ইউনিয়ন-মুন্সী তানজিল হোসেন, কুলিয়া ইউনিয়ন- বাবলু মোল্লা, গাওলা ইউনিয়ন-শেখ রেজাউল কবির, কোদালিয়া ইউনিয়ন-বিএসএমবি জামান সাইফুল ও আটজুড়ি ইউনিয়ন মশিউর রহমান মিয়া।

মোরলগঞ্জ উপজেলা: তেলগাতি ইউনিয়ন- মোরশেদা আক্তার, পঞ্চকরণ ইউনিয়ন- আ. রাজ্জাক মজুমদার, চিংড়াখালী ইউনিয়ন- মো. আলী আক্কাস।

২২ মার্চ :: সিনিয়র করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ