প্রচ্ছদ / আরও... / প্রফেসর উম্মে হাবিবা’র মাগফিরত কামনায় দোয়া

প্রফেসর উম্মে হাবিবা’র মাগফিরত কামনায় দোয়া

ক্যাম্পাস করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

bagerhat-pic-124-10-2016ঢাকা বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর উম্মে হাবিবা’র রুহের মাগফিরাত কামনা করে বাগেরহাটে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বাগেরহাটের বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজ কর্তিপক্ষ এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাসিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা ও স্মরণ সভায় বক্তব্য দেন – ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. আহসান হাবীব, অর্থনীতি বিভাগের প্রধান শেখ সাইফুল ইসলাম, বাংলা বিভাগের প্রধান মনিরা সাঈদা সুলতানা, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান এফ. এম. মিজানুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. শিবলী হাওলাদার, দর্শন বিভাগের প্রধান হুমায়ুন কবির চাকলাদার, প্রভাষক মন্টু কুমার দাস, প্রভাষক মোল্লা মাসুদুল হক প্রমুখ।

এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষা-শিক্ষার্থী ও অভিবাবকরা উপস্থিত ছিলেন। পরে মরহুমের রুহের মাগফিরত কামনা করে দোয় অনুষ্ঠিত হয়।

এদিকে সকালে রামপাল কলেজের মিলনায়তনে প্রফেসর উম্মে হাবিবা’র রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রয়াত প্রফেসর উম্মে হাবিবা শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিনের সহধর্মীনি। গত ২০ অক্টোবর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

এইচ/এসআই/বিআই/২৪ অক্টোবর, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ