প্রচ্ছদ / খবর / বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটে ট্রলি, টেম্পু ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বাগেরহাট-পিরোজপুর সড়কে শহরতলীর দড়াটানা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিল শেখ জেলার কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মেসের আলী শেখের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক। 

আহতরা হলেন- জেলার কচুয়া উপজেলার মসনি গ্রামের সোহরাব ডাকুয়া (৪৫), কচুয়া সদরের ডাবলু সিকদার (২৫) ও সদর উপজেলার এসাহাক খান (৬০)। দমকল বাহিনীর কর্মীরা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান বলেন, দড়াটানা সেতু সংলগ্ন বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের সামনে সকালে বালুভর্তি একটি ট্রলি, পানবোজাই টেম্পু ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান ও টেম্পোটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে চার যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় দমকল কর্মীরা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই বিধিমোতাবেক পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এইচ/এসআই/বিআই/২৬ ফেব্রুয়ারি, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ