প্রচ্ছদ / খবর / বাগেরহাট / কচুয়া / বাগেরহাটে সড়ক দুর্ঘটনা ২ ভ্যানযাত্রী নিহত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনা ২ ভ্যানযাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের সাইনবোর্ড-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহতরা ভ্যান আরোহী ছিলেন।

শনিবার (২৫ মার্চ) রাতে মহাসড়কের কচুয়া উপজেলার পিংগুড়িয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার বিলকুল গ্রামের মোবারক শেখের ছেলে খলিল শেখ (৩৫) এবং একই উপজেলার প্রতাপপুর গ্রামের আব্দুল মাঝির ছেলে মাহবুব মাঝি (৪৫)।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাবিরুল ইসলাম বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, বাগেরহাট থেকে মোরেলগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস সড়কের পিংগুড়িয়া মোড়ের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন ভ্যানের আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। হতাহতরা মোরেলগঞ্জ থেকে কাজ সেরে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, দুর্ঘটনায় হতাহত তিন জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে খলিল শেখ ও মাহবুব মাঝি নামে দু’জনকে আমরা মৃত অবস্থায় পাই। অপর আরেকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে ধারনা তার।

এইচ/এসআই/বিআই/২৫ মার্চ, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ