প্রচ্ছদ / খবর / বাগেরহাটে নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

বাগেরহাটে নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের শরণখোলায় নাশকতার মামলায় জেলা বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুন) দুপুরে শরণখোলা উপজেলার বায়েন্দা বাজার থেকে মো. মতিয়ার রহমান খান (৫৫) নামে ওই বিএনপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

মতিয়ার রহমান বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতির ও খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল বলেন, বিএনপি নেতা মতিয়ার রহমানের বিরুদ্ধে ২০১৬ সালের অক্টোবরে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় নাশকতা, বাসে হামলা ও ভাংচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও বলেন, ওই বিএনপি নেতার বিরুদ্ধে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে পরিশোধ না করার অভিযোগ রয়েছে। ৫০ হাজার টাকা ধার নিয়ে তা পরিষদ না করায় তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছে শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি কামাল হোসেনে।

এইচ//এসআই/বিআই/১৭ জুন, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ