প্রচ্ছদ / খবর / সাড়ে ৫ ঘন্টা পর বাগেরহাট-পিরোজপুর সড়কে চলাচল শুরু

সাড়ে ৫ ঘন্টা পর বাগেরহাট-পিরোজপুর সড়কে চলাচল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

সাড়ে ৫ ঘন্টা পর আবারও যান চলাচল শুরু হয়েছে বাগেরহাট-পিরোজপুর সড়কে। শুক্রবার রাত ১০টার দিকে একটি ট্রাক উল্টে গেলে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহাতাব উদ্দিন বলেন, শুক্রবার দিনগত রাত (২৪ জুন) সাড়ে ৩টার দিকে রাস্তার উপর উল্টে যাওয়া ট্রাকটি সরানো হয়েছে। এর পর যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে রাত ১০টার দিকে মুরগির খাবারবাহী একটি ট্রাক খুলনা থেকে পিরোজপুর যাবার পথে বাগেরহাট-পিরোজপুর সড়কের ফতেপুর গোডাউন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ওই সড়কে যান চলাচল।

বাগেরহাট-পিরোজপুর সড়কের প্রায় চার কিলোকিটার জুড়ে আটকা পড়ে শত শত যাত্রী ও পণ্যবাহী যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।

এজি//এসআই/বিআই/২৪ জুন, ২০১৭
** ট্রাক উল্টে সড়ক বন্ধ
     বাগেরহাট-পিরোজপুর সড়কে তীব্র যানজট

About বাগেরহাট ইনফো নিউজ