প্রচ্ছদ / খবর / বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০১

বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০১

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি, চরমপন্থি, মাদক ব্যবসায়ী, তালিকাভূক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।

অভিযানের প্রথম ৪৮ ঘন্টায় এক বিএনপি নেতাসহ ১০১ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তবে তাদের মধ্যে তালিকাভুক্ত কাউকে নেই।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, রোববার থেকে জেলাজুড়ে শুরু হওয়া তাদের এ অভিযান চলবে ১৪ অগাস্ট পর্যন্ত।

গ্রেপ্তার বিএনপি নেতা মো. হাদিউজ্জামান হিরো (৪৪) দলের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও কচুয়া ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যপক।

পংকজ চন্দ্র রায় বলেন, ‘জেলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি, চরমপন্থী, মাদক ব্যবসায়ী, তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও তাদের ভাণ্ডারে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করতে ৬ অগাস্ট নয় দিনের বিশেষ অভিযান শুরু হয়েছে।’

“অভিযান পরিচালনা করতে পুলিশের একাধিক দল কাজ করছে। সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নিয়মিত-অনিয়মিত মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তালিকাভুক্তদের এখনও ধরা সম্ভব হয়নি।”

তাদের ধরতে আগামী ১৪ আগষ্ট পর্যন্ত এই অভিযান চলবে বলে জানান তিনি।

এজি//এসআই/বিআই/০৭ আগস্ট, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ