প্রচ্ছদ / খবর / জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

নানা আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাটে পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।

দিবসটি উপলক্ষে শনিবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল গিয়ে শেষ হয়।

পরে সেখানে ভূমিকম্প ও অগ্নি-দুর্ঘটনার ঝুঁকি হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত মহড়ায় আগুন নেভানোর বিভিন্ন কৌশল, ঝুঁকি হ্রাস ও মোকাবেলায় করণীয় বিষয়ে তুলে ধরা হয়।

এবারের দুর্যোগ প্রস্তুতি দিবসের প্রতিপাদ্য ছিল ‘জানবে বিশ্ব- জানবে দেশ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ’। মহড়া শেষে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগেরহাট কার্যালয়ের উপ-পরিচালক সরদার মাসুদুর রহমান প্রমুখ।

এইচ//এসআই/বিআই/১০ মার্চ, ২০১৮

About বাগেরহাট ইনফো নিউজ