প্রচ্ছদ / খবর / পুলিশকে মারধর করে পালালো মাদক বিক্রেতারা

পুলিশকে মারধর করে পালালো মাদক বিক্রেতারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের মোল্লাহাটে প্রকাশ্যে দুই পুলিশ সদস্যকে মারধর করে মাদক বিক্রেতারা পালিয়ে গেছে।

সোমবার (১২ মার্চ) সকালে মোল্লাহাট উপজেলা সদরের হাসপাতাল মোড়ে মাদক বিক্রেতাদের ধরতে গিয়ে প্রকাশ্য দিবালোকে ওই মারধরের শিকার হন তারা।

আহত মোল্লাহাট থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাসেল রানা ও কনস্টবল পুলক বিশ্বসকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে পুলিশের ভাষ্য, এটা মারধর নয়, মাদক বিক্রেতাদের ধরতে গেলে তাদের ধাক্কায় পুলিশ সদস্যরা সামান্য আহত হন।

ওই ঘটনায় দুপুরে কামরুল ইসলাম শুভ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। জড়িত অপর ব্যক্তিদের ধরতে এবং ওই মাদক বিক্রেতাদের পরিচয় সনাক্ত করে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম খায়রুল আনাম।

ঘটনার প্রতক্ষদর্শী একাধিক ব্যক্তি বলেন, সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার দিকে মোল্লাহাট থানার দুই পুলিশ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যান। তারা এ সময় চার-পাঁচজন যুবকের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে থাকেন। হটাৎ ওই যুবকেরা চড়াও হয়ে দুই পুলিশ সদস্যকে এলোপাতাড়ি থাপ্পড়, কিল, ঘুষি দিয়ে দ্রুত পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতক্ষদর্শীরা বলেন, পরে সেখানে গিয়ে আমরা (প্রতক্ষদর্শীরা) জানতে পারি, পালিয়ে যাওয়া ব্যক্তিরা ইয়াবা বিক্রেতা ছিল। তাদের ধরতে এসে পুলিশ সদস্যরা মারধরের শিকার হয়েছেন।

এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মোল্লাহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ওসি খায়রুল আনাম বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে এএসআই রাসেল রানা একজন কনস্টবলকে সাথে নিয়ে ইয়াবা বিক্রেতাদের ধরতে যায়। এ সময় অজ্ঞাত চার-পাঁচ যুবক কিছু বুঝে ওঠার আগেই তাদের ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়।

ওই ঘটনায় উপজেলার গাড়ফা গ্রামের হোসেন আলীর ছেলে কামরুল ইসলামকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্য ব্যক্তিদেরও আটক করা হবে।

এইচ//এসআই/বিআই/১২ মার্চ, ২০১৮

About বাগেরহাট ইনফো নিউজ