প্রচ্ছদ / খবর / ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ধরা

১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ধরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের জোকা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, গ্রেপ্তার ওই যুবক মাদক ব্যবসায়ী। তার নাম শহীদুল শেখ (৩৫)। সে ওই গ্রামের সেকেন্দার শেখের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গাজী ইকবাল বৃহস্পতিবার সকালে বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, গোপনে সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় জোকা গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে শহীদুলকে গ্রেপ্তার করা হয়।

আমাদের কাছে তথ্য ছিল তার কাছে মাদক আছে। গ্রেপ্তারের পর তাদের বাড়ির একটি কক্ষ তল্লাশিকালে কয়েকটি ব্যাগ পাওয়া যায়। যেখান থেকে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

‘বেশ কয়েক মাস ধরে শহীদুল মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক কেনাবেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।’

এসআই ইকবাল আরও বলেন, শহীদুল এবারই প্রথম পুলিশের হাতে গ্রেপ্তার হলো। ক’দিন আগে ফেনী থেকে সে এই বিপুল পরিমান গাঁজা নিয়ে সে বাগেরহাটের মোরেলগঞ্জে আসে। স্থানীয় মাদকসেবীদের কাছে গত তিন-চার দিনে সে কিছু গাঁজা বিক্রিও করেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এইচ//এসআই/বিআই/১৫ মার্চ, ২০১৮

About বাগেরহাট ইনফো নিউজ