প্রচ্ছদ / খবর / নিখোঁজের দুদিন পর নদীতে মিলল গৃহবধূর মরদেহ

নিখোঁজের দুদিন পর নদীতে মিলল গৃহবধূর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের চিতলমারী উপজেলার চিত্রা নদী থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ওই নারী গেল দুই দিন ধরে নিখোঁজ ছিলেন।

রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল চিত্রা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

নিহতের নাম আইরীনা বেগম (৪৫)। তিনি চিতলমারীর চিত্রা নদী-সংলগ্ন খিলিগাঁতি গ্রামের কামাল হোসেনের স্ত্রী। কামাল হোসেন পেশায় কৃষক।

পরিবারের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট কার্যালয়ের উপসহকারী পরিচালক (ডিএডি) সরদার মাসুদ জানান, ১ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে বাড়ির পাশের চিত্রা নদীতে থালাবাসন ধুতে যান আইরীনা। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন।

সরদার মাসুদ বলেন, শনিবার রাত সাড়ে আটটার দিকে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল পেয়ে নদীতে পড়ে গৃহবধূ নিখোঁজের সংবাদ পায় বাগেরহাট ফায়ার সার্ভিস। এর পর রোববার সকাল ৮টা থেকে খুলনা ফায়ার সার্ভিসের সাত সদস্যের একটি ডুবুরি দল সেখানে গিয়ে তল্লাশি শুরু করে। তল্লাশির প্রায় পৌনে পাঁচ ঘণ্টা পর চিত্রা নদীতে ভাসমান অবস্থায় আইরীনার লাশ পাওয়া যায়।

তবে ওই গৃহবধূ সাঁতার জানতেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল চন্দ্র সরকার বলেন, গৃহবধূ আইরীনা সম্ভবত পা পিছলে পড়ে নদীতে ভেসে যান।

এইচ//এসআই/বিআই/০৩ ফেব্রুয়ারি, ২০১৯

About বাগেরহাট ইনফো নিউজ