প্রচ্ছদ / লেখালেখি / গুগলের লোগোয় বাংলাদেশের স্বাধীনতা দিবস প্রকাশ

গুগলের লোগোয় বাংলাদেশের স্বাধীনতা দিবস প্রকাশ

64368_10151514031739644_1567321044_n copy

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসকে সম্মান জানিয়ে প্রথম বারের মাতো বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল তার লোগো পরিবর্তণ করেছে। গুগলের প্রধান ডোমেইন google.com এবং বাংলাদেশের জন্য নির্ধারিত ডোমেইন google.com.bd -তে এটি প্রদর্শিত হচ্ছে।

লোগোটিতে সবুজ বাংলায় উচ্ছাসরত বাবা-মা এর সাথে শিশুর হাতে শোভা পাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা। গুগল কর্তৃপক্ষকে তাই আমাদের পক্ষ থেকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

উল্লেখ‌্য, পৃথিবীর বিভিন্ন দেশের উল্লেখযোগ্য দিন ও বিশেষ ব্যক্তিবর্গের স্মরণে গুগল তার লোগো পরিবর্তণ করে থাকে।

About izaj

আমি ভাই সাদামাটা লোক। ঝামেলার ভিতর কম যায়। পিসি কলেজে এ্যাকাউন্টিং এ অনার্স করছি। কম্পিউটার ওয়ার্ড, বাগেরহাট এ হার্ডওয়্যারওে সফটওয়্যার এর খুটিস নাটি কাজ করি। এই আর কি?