প্রচ্ছদ / খবর / বেকারত্ব বাড়ছে চিতলমারীতে

বেকারত্ব বাড়ছে চিতলমারীতে

উপজেলা পরিসংখ্যান অফিস তথ্য মতে বাগেরহাটের চিতলমারীতে ২৭ হাজারের বেশী মানুষ বেকারত্বের শিকার ।

শিল্প-কলকারখানা বিহীন এ উপজেলায় কর্মহীন মানুষের সংখ্যা বাড়ছে দিন দিন। শিক্ষিত বেকাররা কাজের খোঁজে বিভিন্ন দপ্তর ও জায়গায় ছোটাছুটি করেও কাঙ্খিত চাকরি বা কাজ জোটাতে না পেরে বিমর্ষ হয়ে পড়ছে।

উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা যায়, ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী চিতলমারীর মোট জনসংখ্যা-এক লাখ ৩৯ হাজার ৮৬২ জন। এদের মধ্যে বাড়িতে কাজ করে-৩৩ হাজার ৭৩০ জন। কৃষি কাজ করে-২৯হাজার ৫১৬, ব্যবসা- তিন হাজার ৭৪৯, চাকরি- ৫১০, রাজমিস্ত্রি-৪৩৮, শ্রমিক (লেবার, ভ্যান ও বাস)-৬০৪, হোটেলে-৬৫, ফ্যাক্টরীতে-১২৫ ও পানি-বিদ্যুৎ-গ্যাসে-৩৬ এবং অন্যান্য পেশায়-৬৬৮ জন কাজ করে। এ উপজেলায় বেকার লোকের সংখ্যা-২৭ হাজার ২২২ জন।

এ ব্যাপারে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এস এম হাবিবুর রহমান জানান, বিকল্প কর্মসংস্থানের অভাবে এ অঞ্চলে কর্মহীন বেকারের সংখ্যা দিন দিন আরো বাড়তে পারে।

স্থানীয় বিজ্ঞ জনদের মতে এভাবে বেকার সমস্যা বাড়তে থাকলে এলাকায় নানা সামাজিক সমস্যা ও অপরাধ মুলক কর্মকান্ড বেড়ে যেতে পারে।

About ইনফো ডেস্ক