সেইই রকম । নেপথ্য রবি

ওরা শুধু সুন্দর
ওরা মায়া মানবিক
ক্ষমাময় ক্ষমতার চেহারাটা মানসিক,
বিষ গিলে হেসে ফেলি
ভেসে থাকি তোমাতে
সবই যেন তুমিময় চিরায়ত ক্ষমাতে।

তোমাদের মন আজ হয়তো বা পূর্ণ
তার চেয়ে বেশি ভরা চিরায়ত শূণ্য,
বেশি দূরে ছিলে বলে আমি নিজে কাছে
আর চেয়ে বেশি কিছু চারপাশে আছে,
অভিযোগ নেই কিছু মজাটা সেই,
ক্ষমাময় ক্ষমতার রূপকথা এই।

পোড়ানোর জল ছবি দাহরেখা টানে
একালের বহুগাঁথা বেঁচে থাকা জানে,
আমি আজ মাকড়সা তুমি মায়া জাল
ক্ষমা আর ক্ষমাতার মাথা কাটা খাল;
হিংসাও সুন্দর যদি তুমি হাসো,
যা পেয়ে খুশি তুমি তাই ভালোবাস
হারানোর হাতে কড়া ছবি ছড়া জাগতিক
ওরা শুধু সুন্দর আর মায়া মানবিক।

রবি/এসআইএইচ/বিআই/০৬ জুলাই, ২০১৭

About নেপথ্য রবি