তাহার তরে চরন দুয়ারে

তাহার তরে এ মন সখী বিলায়ে দিও না
মনে তব কথা দিয়া তারে আর ফিরায়ে নিও না ।
যে ব্যাথা বিধিয়াছে হৃদয় কোনে তাকে লুকায়ে রেখো না
জরে যায় যাক যত আছে জল, চোখে ধরে রেখো না ।
কুড়ায়ে পাওয়া ভালোবাসা হায় কুড়ায়ে দিও তারে
মোর লাগি হায় যে ব্যাথা রাখিয়াছো তা দিও শুধুই মোরে ।
কাঁদিবে না চোখ চেয়ে চেয়ে আজ হে সখা তোমারি পানে
হৃদয় দিয়ে না রেখো মনে দিওনা কভু দুড়ে মোরে টেলে ।
আজি হে প্রিয়তম মনে রেখো শুধু আমার ই এই বলিদান !
ভালোবেসে যদি নাহি রাখো মনে,
দিও শুধু ঠায় তোমারি চরন দুড়ারে।

স্বত্ব ও দায় লেখকের…

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !