প্রচ্ছদ / খবর / আ’লীগ আ’লীগ লড়াই; চিতলমারীতে শামীম জয়ী

আ’লীগ আ’লীগ লড়াই; চিতলমারীতে শামীম জয়ী

বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ৩১৬ ভোটের ব্যবধানে আ’লীগ নেতা মোল্লা মুজিবর রহমান শামীম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

MOLLAH-MUJIBOR-RAHMAN-Chatalmari-B.htআনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২০ হাজার ৪৯৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান জেলা আ’লীগের সহ-সভাপতি অশোক কুমার বড়াল (মটর সাইকেল) পেয়েছেন ২০ হাজার ১৮১ ভোট।

বিজয়ী মোল্লা মুজিবর রহমান শামীম চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটার (সাধারণ সম্পাদক)।

এছাড়া, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাশেদ পুকুল (উড়োজাহাজ) ২৮ হাজার ৪৭৬ ভোট পেয়ে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত মহিলা দল নেত্রী রুনা গাজী (কলস) ১৯ হাজার ৭৩১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

উপজেলার ২৯টি কেন্দ্রর ভোট গননা শেষে সহকারী রিটার্নীং অফিসার ও চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম তাদেরকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করেন।

চিতলমারী উপজেলার তিনটি পদেই আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় দলটি কাউকে সমর্থন দেয়নি।

২৪ মার্চ ২০১৪ :: নিউজ ডেস্ক
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক