প্রচ্ছদ / খবর / বাগেরহাটে চালু হলো গ্রামীণফোনের থ্রিজি

বাগেরহাটে চালু হলো গ্রামীণফোনের থ্রিজি

GP-3G-Opening-at-Bagerhat১লা রমজানে বাগেরহাটে আনুষ্ঠানিক ভাবে চালু হলো গ্রামীণফোনের থ্রিজি সেবা।

সোমবার বিকালে বাগেরহাট প্রেসক্লাবের নিচতলায় অবস্থিত গ্রামীণফোনের ডিসট্রিবিউশন কার্যালয়ে কেক কেটে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মু. শুকুর আলী।

এর মাধ্যমে দেশের প্রথম বেসরকারীখাতে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের থ্রিজি সেবার আওয়ায় এলো বাগেরহাট ও মংলা শহর।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আসাদুল্লাহ হাবিব খান পাঠান, বিপনন ব্যবস্থাপক মো. বেলাল হোসেন, টেরিটরি কর্মকর্তা তন্ময় দে মন্ডল, এসআইএম রাসেল, মো. মাহিদুল ইসলাম ও বাগেরহাট গ্রামীণফোন ডিসট্রিবিউশন কার্যালয়ের ডিসট্রিবিউশন ব্যবস্থাপক কমল কুমার দেব।

গ্রামীণফোনের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আসাদুল্লাহ হাবিব খান পাঠান বাগেরহাট ইনফো ডটকমকে জানান, থ্রিজি সেবা চালু হওয়ায় বাগেরহাট সদর ও মংলা উপজেলার গ্রামীণফোনের গ্রাহকরা ভিডিও কল, দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারসহ সব ধরনের আধুনিক সুবিধা ভোগ করবেন।

এর আগে সোববার সকালে বাগেরহাট থ্রিজি সেবার আনুষ্ঠানিক উদ্ধোধন উপলক্ষে শহরে গ্রামীণফোনের উদ্যোগে শহরে একটি র‌্যালী বের করা হয়।

৩০ জুন ২০১৪ :: অলীপ ঘটক, স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এজি/এসআইনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক