প্রচ্ছদ / খবর / মোড়েলগঞ্জে গণজাগরণ মঞ্চ

মোড়েলগঞ্জে গণজাগরণ মঞ্চ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বাগেরহাটের মোড়েলগঞ্জে জনসাধারণ বিক্ষুপ্ত হয়ে উঠেছে। শাহবাগের আদলে তার গড়ে তুলেছে গণজাগরণ মঞ্চ।

সোমবার ৩য় দিনের মত চলছে গণজাগরণ মঞ্চের নানা কর্মসূচি।

কর্মসূচির মধ্যে রয়েছে মানববন্ধন, সমাবেশ, কুশ পুত্তলিকা দাহ। গণজাগরণ মঞ্চে চলছে রাতভর বিভিন্ন শিল্পীর প্রতিবাদী কণ্ঠের গান। চলছে ‘রাজাকারদের ফাঁসি চাই’ ক্লান্তিহীন স্লোগান ও মিছিল।

মোড়েলগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম ও মুক্তিকামী জনতার উদ্যোগে চলছে গণজাগরণ মঞ্চের বিভিন্ন কর্মসূচি।

এ কর্মসূচিতে একাত্ততা প্রকাশ করেছে উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বেসরকারি সংস্থা, ছাত্র-শিক্ষক ও সর্বস্তরের জনতা।

মোড়েলগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধকালীন সাব-সেক্টর কমান্ডার লিয়াকত আলী খান জানান, যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে।

About ইনফো ডেস্ক