প্রচ্ছদ / খবর / বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের জেল, জরিমানা

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের জেল, জরিমানা

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শামীম আহসান এ অভিযান পরিচালনা করেন।

এসময় মেয়াদ উর্ত্তীর্ণ কসমেটিকস বিক্রির অপরাধে বাগেরহাট শহরের শফি মার্কেটের ‘সাজ ঘর’কে ৩ হাজার টাকা, ‘বাহারি’কে ২ হাজার টাকা, ‘পূজা ডির্পামেন্টাল স্টোর’কে ৫শ’ টাক, ‘সাথী স্টোর’কে ১ হাজার টাকা এবং ‘সরদার স্টোর’কে ৫শত টাকা জরিমানা করে।

এসময় ওই ৫টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে, জেলার মোরেলগঞ্জে ৩ মাদকসেবীকে ৩ মাস করে বিনাশ্রম করাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম সোমবার দুপুরে এ দনন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, বাগেরহাটের সরুই গ্রামের আতিয়ার শেখের ছেলে রবিউল শেখ (১৮), মোরেলগঞ্জের হোগলাপাশা ইউনিয়নের মহিষপুরা গ্রামের বেল্লাল সরদারের ছেলে বিপ্লব সরদার (১৯), গোবিন্দপুর গ্রামের মোতাহার আলী শেখের ছেলে আনছার আলী (৩০)।

মহিষপুরা ফাঁড়ি পুলিশ সকালে এদেরকে গাঁজাসেবন কালে বলেশ্বর ব্রিজের নিকট থেকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে।

About বাগেরহাট ইনফো নিউজ