প্রচ্ছদ / খবর / সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

atokসুন্দরবনে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের নারিকেলবাড়িয়া এলাকা থেকে আটক সুরত আলী (৩১) নামে ওই যুবক দস্যু মেঝ ভাই বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে দাবি কোস্টগার্ডের।

সুরত আলী বাগেরহাট জেলার রামপাল উপজেলার গিলাতলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপটেন মেহেদি মাসুদ বাগেরহাট ইনফো ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিন দিবাগত গভীর রাতে নারিকেলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে কোস্টগার্ড তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি একনালা বন্দুক, দুটি পাইপগান তৈরির সরঞ্জাম ও ১৬ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।

‘প্রাথমিক জিঞ্জাসা বাদে সুরত আলী নিজেকে মেঝ ভাই বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে স্বীকার করেছে। তার ভাষ্য মাতে, মেঝ ভাই বাহিনীর সদস্য সংখ্যা ৫।’

আটক সুরত আলীকে শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে বাগেরহাটের মংলায় আনা হয়েছে। মামলা দায়েরের পর উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

২৭ ফেব্রুয়ারি :: স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ