প্রচ্ছদ / খবর / মোরেলগঞ্জে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

মোরেলগঞ্জে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

Bagerhat-Pic-1(11-06-2016)Jhorবাগেরহাটের মোরেলগঞ্জ আকষ্মিক কালবৈশাখী ঝড়ের আঘাতে শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

শনিবার (১১ জুন) সকালে ঝড়ের আঘাতে উপজেলার হোগলাবুনিয়া, বলইবুনিয়া, পুঁটিখালী ও দৈবগহাটি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, দোকান-পাট এবং কাঁচা ও আঁধাপাকা ঘড়বাড়ি বিধ্বস্ত হয়। ঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে পড়ে।

দুপুরে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ওবায়দুর রহমান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

ইউএনও মুহাম্মদ ওবায়দুর রহমান বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে বৃষ্টির সাথে প্রচন্ড বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। আকস্মিক এই কালবৈশাখী ঝড়ে উপজেলার চারটি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, দোকান-পাটসহ শতাধিক কাঁচা ও আঁধাপাকা ঘড়বাড়ি বিধ্বস্ত হয় এবং অসংখ্য গাছপালা উপড়ে যায়।

ঝড়ে ক্ষতিগ্রস্থদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণ করতে সংশ্নিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বলা হয়েছে। তালিকা হাতে পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহযোগীতার আশ্বাসদেন তিনি।

এদিকে ঝড়ে জেলার রামপাল উপজেলার চাকশ্রী ও বাইনতলা এলাকায় ১০ থেকে ১৫টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং গাছপালা উপড়ে গেছে।

এসএইচ/এসআই/বিআই/১১ জুন, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ