প্রচ্ছদ / খবর / বাগেরহাটে বজ্রপাতে নিহত ২, আহত ২

বাগেরহাটে বজ্রপাতে নিহত ২, আহত ২

স্পেশাল করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

Bajropatবাগেরহাটের মোল্লাহাট ও মোরেলগঞ্জ উপজেলায় বজ্রপাতে দিনমজুরসহ দুই জন নিহত এবং আরও দুই জন গুরুত্বর আহত হয়েছেন।

শনিবার (১১ জুন) দুপুরে বৃষ্টির সময় আকস্মিক বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – বাগেরহাটের রামপাল উপজেলার মানিকনগর গ্রামের ইনছান শেখের ছেলে আজম শেখ (৪৮) এবং মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের পূর্ব চন্ডিপুর গ্রামের প্রয়াত ইউনুস খানের ছেলে আল আমীন খান (৩৫)।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রফিকুল ইসলাম গাজী বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, দুপুরে বৃষ্টির সময় আকষ্মিক বজ্রপাতে আক্রান্ত আজম শেখ ও খান জাহান আলী (৫০) নামে দুই দিনমজুরকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে আজম শেখ ঘটনাস্থলেই মারা যায়। অপর আহত খান জাহান আলীকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে।

দুপুরে মোল্লাহাট উপজেলার কেন্দুয়া বিলের শেখ হেমায়েত হোসেন নামে এক ব্যক্তির চিংড়ি ঘেরে বৃষ্টির মধ্যে কাজ করার সময় তারা বজ্রপাতে আক্রান্ত হন।

অন্যদিকে, জেলার মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের পূর্ব চন্ডিপুর গ্রামের বজ্রপাতে আল আমীন খান নামে এক কৃষক নিহত এবং মধু শেখ (৬৫) নামে অপর একজন গুরুত্বর আহত হয়েছেন।

এসময় বজ্রপাতে চিংড়িখালী ইউনিয়নের পূর্ব চন্ডিপুর ও পুটিখালী গ্রামে দুটি গাবাদি পশুও (গরু) মারা গেছে।

মোরেলগঞ্জ থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বাগেরহাট ইনফোকে বলেন, দুপুরে মাঠে কৃষি কাজ করার সময় আকষ্মিক বজ্রপাতে হতাহতের এ ঘটনা ঘটে।

এজি/এসআই/বিআই/১১ জুন, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ