প্রচ্ছদ / খবর / বাগেরহাটে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল

বাগেরহাটে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল

কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও গণহত্যার প্রতিবাদে ১৮ দলীয় জোটের ৩৬ ঘন্টা হরতালের সমর্থনে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে।

বাগেরহাটে হরতালের সমর্থনে ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি: সামসুর রহমান
বাগেরহাটে হরতালের সমর্থনে ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি: সামসুর রহমান

বুধবার সকালে নতুন কোর্টের সামনে থেকে শুরু হয়ে খুলনা-বাগেরহাট সড়কের দশানী ট্রাফিক মোড়ে এসে পথ সভায় মিলিত হয় মিছিলটি। ১৮ দলীয় জোটের জেলা যুগ্ম আহবায়ক ও বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম, জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডঃ শেখ আব্দুল ওয়াদুদ, জেলা বিএনপির সহ সভাপতি সেখ নজরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, সহ সাংগঠনিক সম্পাদক শেখ শওকত হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মেহেবুবুল হক কিশোর, জেলা ছাত্রদলের সভাপতি সুজাউদ্দীন মোল্লা (সুজন),  জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী রবি প্রমুখ।

About ইনফো ডেস্ক