প্রচ্ছদ / খবর / রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটে গণমিছিল

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটে গণমিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

রোহিঙ্গাদের ওপর নিপীড়নের প্রতিবাদে বাগেরহাটে সমাবেশ মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটে গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোহিঙ্গাদের উপর দমন-পীড়ন, অমানবিক নির্যাতন, ধর্ষণ, গনহত্যার প্রতিবাদে তৌহিদি জনতার ব্যানারে শুক্রবার (২২ সেপ্টেম্বর)  বিকালে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

শহরের নূর মসজিদ মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এতে অংশ নেন কয়েক হাজার মুসল্লি।

পরে বাগেরহাট প্রেসকাবের সামনে সমাবেশে মিলিত হয়। সেখানে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির কুশপুত্তলিকায় আগুন দেয়  জনতা।

সমাবেশে বক্তব্য দেন তৌহিদি জনতার আহবায়ক মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকী, সদস্য সচিব মুফতি রফিকুল ইসলাম, মাওলানা আবুল কালাম, মাওলানা আবুল কাশেম, হাফেজ শহিদুল্লাহ প্রমূখ।

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শক্ত অবস্থানে থেকে বিশ্ব নেতাদের সহযোগিতা নিয়ে অং সান সুচিকে চাপ প্রয়োগ করে অবিলম্বে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার দাবি জানান। এসময় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এজি//এসআই/বিআই/২২ সেপ্টেম্বর, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ