প্রচ্ছদ / খবর / বাগেরহাটে গ্রাম আদালতে ৩১৫ মামলা নিষ্পত্তি

বাগেরহাটে গ্রাম আদালতে ৩১৫ মামলা নিষ্পত্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের ৬টি উপজেলায় চলমান ‘গ্রাম আদালত’ প্রকল্পের আওতায় গত চার মাসে (জুলাই-অক্টোবর) ৩১৫টি মামলার নিস্পত্তি হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘গ্রাম আদালত প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং কারণীয়’ শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা থেকে এ তথ্য জানানো হয়।

সভায় জেলার ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা চেয়ারম্যান, ৪২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা গ্রাম আদালত কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসান, সদরের ইউএনও মো. নূরুল হাফিজ, ইউএনডিপির ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মহিতোষ কুমার রায়, ওয়েভ ফাউন্ডেশন জেলা সমন্বয়কারী মো. জহির উদ্দিন প্রমুখ।

সভায় জানানো হয়, জেলায় প্রকল্পের চলমান এলাকায় গত ৪ মাসে ৫৩২টি মামলা দায়ের হয়েছে। যার ৩১৫টি নিস্পত্তি হয়েছে। এছাড়া ১০১টি মামলা খারিজ হয়েছে।

মামলাগুলোর মধ্যে জমি-জমা সংক্রান্ত, আর্থিক লেনদেনের বিষয়টি ছিল উল্লেখযোগ্য।

এইচ//এসআই/বিআই/২৬ নভেম্বর, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ