প্রচ্ছদ / খবর / বাগেরহাটে ‘স্মার্ট কার্ড’ বিতরণ শুরু

বাগেরহাটে ‘স্মার্ট কার্ড’ বিতরণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা কার্যক্রমের উদ্বোধন করেন।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসানের সভাপতিত্বে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক, প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আহমেদ প্রমুখ।

প্রধান অতিথি শহরের মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবীসহ দশ বিশিষ্ট্য নাগরিকের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, বাগেরহাট পৌরসভায় আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলবে। এরপর পর্যায়ক্রমে সদর উপজেলার সকল ইউনিয়নে স্মার্ট কার্ড প্রদান করা হবে। পৌরসভা ও সদর উপজেলার নারী-পুরুষ মিলিয়ে মোট ৩২ হাজার মানুষ স্মার্ট জাতীয় পরিচয়পত্র-স্মার্ট কার্ড প্রদান করা হবে।

নির্বাচন অফিস সূত্র জানায়, স্মার্ট কার্ড গ্রহন করতে হলে, অবশ্যই মূল জাতীয় পরিচয় পত্র জমা দিতে হবে। আর যাদের আইডি কার্ড হারিয়ে গেছে, তাদের থানায় সাধারণ ডায়রি (জিডি) করে, সোনালি ব্যাংকে জরুরি ফি ৩৬৮টাকা জমার রশিদ ও জিডি মূল কপি দিয়ে কার্ড গ্রহন করতে হবে।

স্মার্ট কার্ড গ্রহণকারীকে অবশ্যই নিজে উপস্থিত হয়ে কার্ড নিতে হবে। আর যারা এখনও আইডি কার্ড পাননি, তাদের ভোটার নিবন্ধনের ফর্ম নিয়ে আসেতে হবে। এক্ষেত্রে ২০১৭ সালের আগে যারা ভোটার নিবন্ধন করেছেন তারা সকরেই স্মার্ট জাতীয় পরিচয় পত্র পাবেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

এইচ//এসআই/বিআই/০১ ডিসেম্বর, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ