প্রচ্ছদ / খবর / উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর মৃত্যু

উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি খান মুজিবর রহমানের স্ত্রী সেলিনা রহমান মারা গেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

সোমবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ডায়রিয়া আক্রান্ত সেলিনা রহমানকে বাগেরহাট সদর হাসপাতালে আনা হয়। এর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের ডা. শেখ ইমরান মোহম্মদ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্বামী, এক মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুর খবরে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংষ্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা হাসপাতাল ও শহরের নাগেরবাজারের বাড়িতে ছুটে যান। শোক জানিয়েছেন বিভিন্ন প্রতিষ্টান।

উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমান বলেন, রোববার আমার স্ত্রী সেলিনা রহমান ডায়রিয়ায় আক্রান্ত হন। এরপর তাঁকে শহরের নাগেরবাজারের বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। সোমবার রাত সোয়া আটটার দিকে সেলিনা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়।

সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিনা রহমানকে মৃত ঘোষণা করেন।

ডা. শেখ ইমরান মোহম্মদ বলেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। ডায়রিয়ায় অতিরিক্ত পানি শূন্যতায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারনা ওই চিকিৎসকের।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমানের স্ত্রী সেলিনা রহমান ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভূগছিলেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠন।

পারিবারিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার দুপুর ২ টায় শহরের নাগেরবাজার পৌরপার্ক সংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমের নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

এজি//এসআই/বিআই/১৯ মার্চ, ২০১৮

About বাগেরহাট ইনফো নিউজ