প্রচ্ছদ / খবর / উদ্ভূত পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময়

উদ্ভূত পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছে বাগেরহাটের জেলা প্রশাসন।

শনিবার (৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শিক্ষক, অভিভাবক, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সভা সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। সভায় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার বিষয়ে মতবিনিময় হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহিন হোসেন, অধ্যাপক মোজাফ্ফর হোসেন, যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, এ্যাড. খান মোহাম্মদ বাদশা, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার প্রমুখ।

মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশে আয়োজিত সভায় সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের গৃহীত পদক্ষেপ শিক্ষার্থীদের কাছে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত সকলে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে তাদের শ্রেণিকক্ষে ফিরে যেতে আহ্বান করেন।

পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, আমাদের শিশুরা একটা আদার্শ বাংলাদেশের স্বপ্ন দেখে। ছাত্রজীবনে সবাই এমন স্বপ্ন থাকে। আমাদের দায়িত্ব হবে সবার অবস্থান থেকে সেই সুন্দর আদর্শ বাংলাদশের জন্য কাজ করা। রাতারাতি হয় তো সবকিছু পরিবর্তন হবে না। সরকার উদ্যোগ নিয়েছেন, এখন আমাদের সবার এক সাথে চেষ্টা করতে হবে। তবেই সমাধান হবে। অভিভাবকদের তাদের সন্তানদের বোঝাতে হবে। তারা তাদের দাবি তুলে ধরেছে। এখন তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, আমরা বাস মালিক-শ্রমিকদের সাথেও বসবো। শিক্ষার্থীদের যাতে মানববন্ধন বা কোন কর্মসূচি নিতে না হয়। এ জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। শিক্ষার্থীদের প্রধান কাজ পড়াশনা করা। তাদের শ্রেণিকক্ষে ফিরে যেতে হবে। এসময় বাগেরহাটে সড়ক পরিবহণে নিরাপত্তা বাড়াতে সবার সার্বিক সহযোগীতা চান তিনি।

এইচ//এসআই/বিআই/০৪ আগস্ট ২০১৮

About বাগেরহাট ইনফো নিউজ