প্রচ্ছদ / খবর / নৌযান শ্রমিকদের কর্মবিরতি তৃতীয় দিনে

নৌযান শ্রমিকদের কর্মবিরতি তৃতীয় দিনে

মংলা থেকে আবু হোসাইন সুমন:
নৌপথে নিরাপত্তা নিশ্চিত ও বর্ধিত বেতন ভাতার দাবীতে মংলা বন্দরসহ সারাদেশে তৃতীয় দিনের মত চলছে নৌযান ধর্মঘট।
ফাইল ছবি
ফাইল ছবি

 

দাবী আদায়ে নৌযান শ্রমিকদের ডাকে শুক্রবার থেকে শুরু হওয়া এ কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম জানান, চলতি বছরের ১১ জানুয়ারি সরকার ও নৌযান মালিকেরা শ্রমিকদের ২০ শতাংশ বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু এখন পর্যন্ত মালিকপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা বাড়ায়নি এবং নদী পথে চুরি, ডাকাতি, চাঁদাবাজি ইত্যাদি চলছেই। বেতন-ভাতা বাড়ানো এবং নিরাপত্তার দাবিতেই অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে দেশের ১০ হাজার নৌযানের (কার্গো, কোস্টার) প্রায় লক্ষাধিক শ্রমিক।

নৌযান শ্রমিক ফেডারেশন মংলা শাখার সভাপতি আনোয়ার চৌধুরী বলেন, লাগাতার এ কর্মবিরতির ফলে মংলা বন্দরে প্রায় শতাধিক নৌযানে পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ বন্ধ রয়েছে । এছাড়া নদী পথে সারাদেশেও পণ্য পরিবহণ বন্ধ রয়েছে।

মংলা সিমেন্ট ফ্যাক্টরির নির্বাহী পরিচালক কমান্ডার অলিউল্লাহ জানান, নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার না করলে কাঁচামালের অভাবে এখানকার সকল সিমেন্ট ফ্যাক্টরির উৎপাদন ও পরিবহণ মারাত্মকভাবে ব্যহত হবে।

About ইনফো ডেস্ক