প্রচ্ছদ / খবর / সড়কে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ছাত্রলীগ নেত্রী নিহত

সড়কে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ছাত্রলীগ নেত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম

ফারমিন মৌলির এই ছবিটি ফেইসবুকে দিয়ে তাকে স্মরণ করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন
ফারমিন মৌলির এই ছবিটি ফেইসবুকে দিয়ে তাকে স্মরণ করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

বাগেরহাটের চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ফারমিন মৌলি (২৩) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় চিতলমারী উপজেলার কুনিয়া এলাকায় টুঙ্গিপাড়া- নাজিরপুর সড়কের অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৌলির মৃত্যু হয় হয়।

মৌলির বাড়ি পিরোজপুরের নাজিরপুরে। তিনি নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের মেয়ে।

ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রী ফারমিন মৌলি ছাত্রলীগের পিরোজপুর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

চিতলমারী থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, পিরোজপুরের নাজিরপুর থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্স চিতলমারী উপজেলার কুনিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে বসে থাকা মৌলিসহ দুই আরোহী ছিটকে রাস্তার উপর পড়ে যান। এসময় ঘটনাস্থলেই মৌলি মারা যান।

পরিবার সূত্র জানায়, ঢাকা থেকে বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে বিকেলে গোপালগঞ্জে নামেন। পরে সেখান থেকে এক আত্মীয়কে সঙ্গে নিয়ে পিরোপজুরের নাজিরপুরের উদ্দেশ্যে রওনা হন। পথে ওই দুর্ঘটনা ঘটে।

বুধবার (১১ ডিসেম্বর) বেলা সোয়া ২টায় নাজিরপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে তার প্রথম জানাজা ও পরে উপজেলার আমতলা মাদ্রাসা মাঠে তার দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এসআই/আইএইচ/বিআই/১০ ডিসেম্বর, ২০১৯/আপডেট

About বাগেরহাট ইনফো নিউজ