প্রচ্ছদ / খবর / শরণখোলার কারিগরি কলেজে ছাত্রলীগের হামলা, অধ্যাপকসহ আহত ৯

শরণখোলার কারিগরি কলেজে ছাত্রলীগের হামলা, অধ্যাপকসহ আহত ৯

মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের হামলায় বাগেরহাটের শরণখোলার ডিএন কারিগরি কলেজে আট শিক্ষকসহ নয়জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর ও লুটপাট চালানো হয় কলেজের অফিস কক্ষে।

আহতদের মধ্যে কলেজের অধ্যাপক মনিরুল ইসলাম বাবুলকে গুরুতর অবস্থায় শরণখোলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই কলেজের সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান দুলাল।

এ ঘটনায় আতংক ছড়িয়ে পড়ে হামলার সময় উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা সদর, রায়েন্দা বাজারসহ বিভিন্ন গ্রামে খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি খান মতিয়ার রহমানকে খুঁজে না পেয়ে খোন্তাকাটা বাজারে গিয়ে ছাত্রদলের কয়েক নেতাকর্মীকে ধাওয়া দেয়।

পরে তারা জানতে পারেন উপজেলা বিএনপি’র সভাপতি খান মতিয়ার রহমান ধানসাগর নলবুনিয়া ডিএন কারিগরি কলেজে আছেন। এরপর তারা তাকে খুঁজতে কলেজে গিয়ে হামলা চালায়।

এ সময় তাদের হামলায় কলেজের অধ্যাপক মনিরুল ইসলাম বাবুল, প্রভাষক মিজানুর রহমান, মিজানুর রহমান পাইক, মঞ্জুরুল ইসলাম খোকন, উজ্জ্বল কুমার, শামিম হাসান সুজন, শাহনাজ বেগম, ইব্রাহিম হোসেন ও আয়া রেবা রানী আহত হন।

তবে এ সময় চেয়ারম্যান শাহজাহান দুলাল একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পান।

এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ মাহমুদুল হাসান বাগেরহাট ইনফোকে জানান, মঙ্গলবার দুপুরে কলেজ অডিট চলাকালে হঠাৎ ছাত্রলীগ কর্মীরা কলেজে ঢুকে হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। এ সময় অফিস কক্ষের ফাইলপত্র তছনছ ও কক্ষ ভাঙচুর করে তারা।

এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির হামলার ঘটনা স্বীকার করে বাগেরহাট ইনফোকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে শরণখোলা ছাত্রলীগ সভাপতি বাদশা আলমগীর ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুমনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সম্ভব হয়নি।

১১-০৬-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক