প্রচ্ছদ / খবর / মংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত; জোয়ারের প্লাবিত শহর

মংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত; জোয়ারের প্লাবিত শহর

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারের ফলে তলিয়ে গেছে মোংলা শহর।

জোয়ারে প্লাবিত হচ্ছে মোংলা শহর। ছবি:  আবু হোসাইন সুমন।
জোয়ারে প্লাবিত মোংলা শহর। ছবি: আবু হোসাইন সুমন।

বঙ্গোপসাগরে অবস্থানকৃত লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়া বয়ে যাবার আসংকায় ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

লঘুচাপের প্রভাবে মঙ্গলবার ভোর থেকে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে বন্দরে অবস্থানরত দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই ও খালাস কাজ।

এছাড়া সাগর উত্তাল থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল মাছ ধরার ট্রলার ও নৌকা সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে।

এদিকে লঘুচাপ ও পূর্ণিমার ফলে পানির অতিরুক্ত চাপে জোয়ারে প্লাবিত হচ্ছে মোংলা শহর।

পানিতে তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট, দোকানপাট ও ঘরবাড়ি। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জন-জীবন।advertise

২৫০৬-২০১৩ :: নিউজ এডিটর, বাগেরহাট ইনফো ডটকম।।

About বাগেরহাট ইনফো নিউজ