প্রচ্ছদ / খবর / জোয়ারে পানি বৃদ্ধি প্লাবিত বাগেরহাটের নিম্ন অঞ্চল

জোয়ারে পানি বৃদ্ধি প্লাবিত বাগেরহাটের নিম্ন অঞ্চল

পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি ও ভারী বৃষ্টিপাতের প্রভাবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে বাগেরহাটের বেশ কিছু এলাকা।

BagerahtNews25.06.13 (2)নদীতে পানির চাপ বাড়তে থাকায় ঝুঁকির মধ্যে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের দুটি পোল্ডারের বেড়িবাঁধের অন্তত ৭ কিলোমিটার এলাকা।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান বাগেরহাট ইনফোকে জানান, পূর্ণিমার প্রভাবে গত কয়েক দিনে ভৈরব, পানগুছি ও বলেশ্বর নদীতে স্বাভাবাকের চেয়ে চার ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে প্লাবিত হচ্ছে শহর ও আশপাশের বেশ কিছু এলাকা। এছাড়া পানির চাপ বেড়ে যাওয়ায় রামপাল, শরণখোলা, মোরেলগঞ্জ ও সদর উপজেলার অধীনে ৩৫/১ ও ৩৫/১ নং পোল্ডার দুটি বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।

তিনি আশঙ্কা প্রকাশ করেন বলেন, যে কোন সময় এসব বাঁধ ভেঙ্গে জেলার চারটি উপজেলার অসংখ্য গ্রাম প্লাবিত হতে পারে।

সরজমিনে ঘুরে দেখা গেছে, পানিতে তালিয়ে গেছে বাগেরহাট শহরের মেইনরোড, পুরাতন পোস্টঅফিস, ডাকবাংলো ঘাট, লঞ্চঘাট, রাহাতের মোড়, কাজী নজরুল ইসলাম সড়ক, বাসাবাটি, নাগেরবাজার, হাড়িখালী ও বিবিক শিল্প এলাকা।

ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) নগরীর বাগেরহাটের ভারপ্রাপ্ত উপ-ব্যবস্থাপক হাজরা সিদ্দিকুর রহমান বাগেরহাট ইনফোকে বলেন, গত দুই দিনের জোয়ারে বাঁধ উপচে তালিয়ে গেছে বিসিক শিল্প নগরীর রাস্তাঘাট। এতে বিসিক শিল্প নগরীর কলকারখানায় পানি না উঠলেও দারুণ ক্ষতি হচ্ছে এখানকার রাস্তাঘাটের।

বাগেরহাট বিসিক শিল্প এলাকার একাধিক শিল্প প্রতিষ্ঠানের সত্বাধিকারী আলহাজ্জ মোস্তাফিজুর রহমান বাগেরহাট ইনফোকে জানান, যেভাবে পানির চাপ বৃদ্ধি পাচ্ছে তাতে শিল্প এলাকার ব্যাবসায়িরা মারাত্মক ঝুকির মুখে রয়েছে। জোয়ারের পানি আর সামান্য বৃদ্ধি পেলে নষ্ট হবে তাদের কোটি টাকার বিনিয়োগ।

একই অবস্থা জেলার অনান্য উপজেলায়। ভারী বৃষ্টিপাত ও জোয়ারের পানি বেড়ে তিন-চার পানিতে প্লাবিত হয়েছে মোরেলগঞ্জ পৌর সদরসহ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল। তলিয়ে গেছে উপজেলার খাউলিয়া ইউনিয়নের ফাশিয়াতলা, মধ্যবরিশাল, চালিতাবুনিয়া, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা, ভাইজোড়া, পূর্ব সরালিয়া, বারইখালী ইউনিয়নের শেখপাড়া, উত্তর সুতালড়ী, বহরবুনিয়া ইউনিয়নের বহরবুনিয়া, ফুলহাতাসহ ১৫-২০টি গ্রাম।advertise

২৫০৬-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক